UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে ৯ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১১৭ জন : খুলনায় সর্বোচ্চ ৪২

কামরুল হোসেন মনি
নভেম্বর ২৭, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগের ৯ জেলা ও দু’টি সরকারি হাসপাতাল মিলে একদিনে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১১৭ জন। এ সময়ে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগের দিন মঙ্গলবার ৮ জেলায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ১৪৬ জন। এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮ হাজার ৭৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগের ৯ জেলায় ও দু’টি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১১৭ জন। এর মধ্যে একদিনে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪২ জন। এছাড়া সাতক্ষীরায় ৫ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ২১ জন, মাগুরায় ১ জন, নড়াইলে ৬ জন, কুষ্টিয়ায় ১১ জন, চুয়াডাঙ্গায় ৪ জন ও মেহেরপুরে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৮ হাজার ৭৪৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, যশোরে ৪ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ২ হাজার ৬৩৫ জন, বাগেরহাটে ১০২ জন, সাতক্ষীরায় ২১৬ জন, যশোরে ১১৯৮ জন, ঝিনাইদহ ৫৯৯ জন, মাগুরায় ২৭০ জন, নড়াইলে ৬৩৫ জন, কুষ্টিয়ায় ৯৮৬ জন. চুয়াড্ঙ্গাায় ২০২ জন, মেহেরপুরে ৬১২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৬৭ জন। রেফার্ড করা হয়েছে ১০৫ জনকে।

খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালাদার জানান, গত একদিনে নতুন করে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা দেয়া হয়েছে ১ হাজার ১২৪ জনকে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।

 

ঊ/আ-এইচআর