UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

ঊষার আলো প্রতিবেদক
মে ২৩, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছেন পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে। শুক্রবার ভোর রাতে কেএমপির লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। কেএমপির সহকারি কমিশনার ( মিডিয়া) খন্দকার হুসাইন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো: মোশারেফ হোসেনের তৃতীয় তলার বাড়ির পেছনে হাত, পা, মাথা ও মুখ বাধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। লাশের মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত আঘাতে চিহৃ ও পলিথিন দিয়ে মুখমন্ডল বাধা ছিলো। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এ সময় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।