UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অপারেশন “ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার ১৬ জন

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চলছে। মহানগরী এলাকায় গত ২৪ ঘন্টায় ১৬ জনকে আটক করেছেন। বিষয়টি নিশ্চিত করেন কেএমপির এডিসি (মিডিয়া) মোহা: আহসান হাবীব।
কেএমপির সূত্রে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় খুলনায় অপারেশন “ডেভিল হান্ট” অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বাগমারা শিকদার মঞ্জিল এলাকার সরাফত শিকদার(৫০), রূপসা দেয়ারা পূর্ব পাড়ার নাজিম আহম্মেদ(৪৮), বাগমারা এলাকার মোঃ মোজাফফর মোল্লা(৫০), বয়রা এলাকার শেখ শাহিন শেখ (৪৩), খা বাড়ি সরদার পাড়ার মোঃ সাঈদ ইসলাম (২৫), করিম নগরে নাজমুল মোল্যা (২৮), মশিউর রহমান ক্লেরোড এলাকার মোঃ হাছিবুর রহমান হাছিব, ইকবাল নগর এলাকার মোঃ সাজ্জাদ হোসেন, দক্ষিণ টুটপাড়ার আতিক হাসান ওরফে বান্না (২৫), মানিক তলার মোঃ বাবু (৩০), দৌলতপুর দেয়ানা দক্ষিণপাড়ার শেখ ওহিদুজ্জামান (৭৫), পশ্চিম সেন পাড়ার নূর আলম (৪০), ঝিনাইদহ এলাকার মোঃ মোশারেফ হোসেন (৬২), খান এ সবুর রোডে হাফিজুর রহমান(৪৫), গাইকুড় খালপাড় এলাকার শেখ বিদ্যুৎ (৪০) এবং মুসলমান পাড়া এলাকার মোঃ জাকির হোসেন হাওলাদার (৫৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঊআ-বিএস