UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আ’লীগের ঝটিকা মিছিল, আরো ৫ নেতাকর্মী গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গত ২০ এপ্রিল রবিবার খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করে। এ ঘটনায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার ( ২১ এপ্রিল) রাতে হরিনটানা থানা পুলিশ খুলনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগের দিন পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীকে গ্রেফতার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)র এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবিব সোমবার জানান, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ গত ২১ এপ্রিল রাতে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন রবিউল আলম রবি, মিলন রায় চৌধুরী, বোরহান শেখ, অসিত বাগচি এবং বায়েজীদ শেখ।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারী অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ঊআ-বিএস