খুলনার বটিয়াঘাটায় মো: হাফিজুল ইসলাম (৫০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারী) সকালে বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নেে ৫নং ওয়ার্ডে অবস্থিত কালভার্ট এর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালক খুলনা মহানগরীর খালিশপুর হাউজিং স্টেট এলাকার বাসিন্দা মৃত খাদেমুল ইসলামের পুত্র। এ ঘটনায় নিহতের ভাই মো: শফিকুল ইসলাম বাদী হয়ে বটিয়ঘাটা থানায় অজ্ঞানামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৮।
বটিয়াঘাটা থানা ইন্সপেক্টর ( তদন্ত) মো: মনিরুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বলেন, নিহতের ভাই মো: শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতানামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানায়, মো: মফিজুল ইসলাম পেশায় একজন ইজিবাইক চালক। বটিয়াঘাটা গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডান পাশে স্বরজিত রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা তাকে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় । পরে তার লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিকেল সাড়ে ৫টায় আনা হয়।
ঊআ-বিএস