UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় কেএফসি ও বাটার শো-রুমে ব্যাপক ভাংচুর

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

নগরীর কেএফসি নামের একটি রেস্টুরেন্ট ও বাটার শোরুম ব্যাপক ভাংচুর করেছে ইসরাইল বিরোধী আন্দোলনকারীরা।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভাংচুর ও মালপত্র বাইরে ফেলে দেয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নগরীর শিববাড়ি মোড়ে বিকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ফেরিঘাট মোড়ের দিকে মিছিল বের হয় এবং মিছিলটি ফেরিঘাট মোড় ঘুরে আবার শিববাড়ি মোড়ে যায়।
তবে মিছিলের একাংশ নগরীর ময়লাপোতা মোড়ের দিকে যায়। এরপর সন্ধ্যায় তারা কেএফসিতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এছাড়া বিভিন্ন খাদ্য সামগ্রি বাইরে ফেলে দেয়। ভাংচুরকারীরা ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। ভাংচুর চলাকালে কেএফসির পাশের ভবনে অবস্থিত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
পরে কেএফসিতে গিয়ে দেখা যায়, তাদের চেয়ার-টেবিল, ডেস্ক, ক্যাশ কাউন্টার, টিভি, ফ্রিজ সবকিছু একেবারে ধংসস্তুপে পরিণত হয়েছে। কেএফসির সামনের সড়কেও কিছু আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
তবে কেএফসির কর্মকর্তা-কর্মচারীরা কেউ এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এরপর কিছু লোক নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে হোটেল টাইগার গার্ডেন ভবনের নিচতলায় বাটার শোরুমে ভাংচুর চালায়। নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কেএফসি ও বাটার শোরুমে লোকজন ভাংচুর চালিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ঊআ-বিএস