ঊষার আলো প্রতিবেদক: খানজাহান আলী থানা পুলিশ ১২ ফেব্রুয়ারি রাতে পথের বাজার পুলিশ চেকপোস্ট থেকে ১ মোঃ মফিজুল হক (৪৫) ১০০ গ্রাম গাজাসহ আটক করেছেন। সে যশোর জেলার অভয়নগর উপজেলার একতারপু গ্রামের বাসিন্দা মৃত: আজিজুল হক এর পুত্র। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেএমপির এডিসি ( মিডিয়) মোহা: আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
ঊআ-বিএস