UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারসহ আটক ৩

koushikkln
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অভিযানে ডাকাতির লুণ্ঠিত মালামালসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছে ডাকাত মোরশদে মিয়া (২৭), মলিন মোল্লা (৩০) এবং মহেরোজ হাওলাদার (৫২)। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় খুলনা মহানগরী বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতরি ঘটনায় লুন্ঠতি ১৮ লাখ ৫৮ হাজার ৯৫৫ টাকা, ৪৯ টি বভিন্নি ব্রান্ডরে মোবাইল ফোন, ১টি মোটরসাইকলে ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পকিআপ উদ্ধার করা হয়েেছ। শরয়িতপুর জলোর পালং সদর মডলে থানা এলাকায় সংঘটতি ডাকাতরি ঘটনায় জড়তি অপরাধীরা। গ্রফেতারকৃত আসামীদরেকে উদ্ধারকৃত মালামালসহ পালং সদর মডলে থানা পুলশিরে নকিট হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপির এডিসি ( মিডিয়া) মোহা: আহসান হাবীব।
কেএমপি পুলিশ জানায়, ১১ ফব্রেুয়ারি সন্ধ্যায় রায়রে মহল হামদিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকাত মোরশদে মিয়া (২৭) কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সদর থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় সে নিজে জড়িত বলে স্বীকার করে এবং তার সহযোগীদরে নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য মতে খানজাহান আলী থানা এলাকা হতে ডাকাত মলিন মোল্লা (৩০) এবং দৌলতপুর থানা এলাকা হতে ডাকাত মহারাজ হাওলাদার (৫২)কে গ্রফেতার করা হয়।