UsharAlo logo
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক গুরুতর জখম

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলাশ (১৮) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে৷ ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়৷ তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাতে খুলনা মহানগরী জাতিসংঘ পার্কে এ হামলার ঘটনা ঘটে। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, পলাশকে পুর্ব শত্রুতার জের ধরে তাকে দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়৷ ছুরির আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে গেছে। তাকে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন। জানা গেছে, ফাহিম নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত পলাশ খুলনা সদর থানাধীন মতলোবের মোরের বাসিন্দা মো: আব্দুল হামিদ খানের পুত্র৷ এ ঘটনার পর জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।

ঊআ-বিএস