UsharAlo logo
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মাদকসহ ৩ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
মার্চ ১৬, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা মেট্টোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৬ লিটার চোলাই মদ, ৪ পিস ইয়াবা এবং ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে পাইকগাছা থানার খড়িয়া গ্রামের রবিউল ইসলাম গাজীর পুত্র মোঃ খায়রুল ইসলাম(২৫), লবণচরা থানার কৃষ্ণনগর (শিকদার পেট্রোল পাম্পের পিছনে) এলাকার মোঃ শাহিন সেরনিয়াবাদের পুত্র মোঃ হিমেল সেরনিয়াবাদ(২৮) এবং দৌলতপুর থানার কার্তিককুল দক্ষিণপাড়ার মোঃ নাসিমুল শেখের পুত্র মোঃ রিয়াজ শেখ(২২)।

কেএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ মার্চ) ও তার পূর্ববর্তী ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে খুলনা, হরিণটানা ও আড়ংঘাটা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ৪৬ লিটার চোলাই মদ, ৪ পিস ইয়াবা এবং ১শ’ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।