UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যাত্রী সেজে চালককে জবাই করে হত্যা চেষ্টা, ইজিবাইক ছিনতাই

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ১১, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনার খালিশপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন ছিনতাইকারীরা। এ সময় ইজিবাইকটি ছিনতাইকারীরা নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছিনতাইকারী মোহাম্মদ মশিউর রহমান সাগর ( ৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গুরুত্বর আহত ইজিবাইক চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ( ১০ মার্চ) রাত ১১টার দিকে নগরীর খালিশপুর হাউজিং এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা গলির ভেতরে এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ৪ ব্যক্তি সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঘণ্টা চুক্তিতে জাহাঙ্গীরের ইজিবাইক ভাড়া করে। রাত পৌনে ১১ টার দিকে ওই ছিনতাইকারীরা খালিশপুর হাউজিং এলাকার তিন তলা হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার গলির ভেতর নির্জন জায়গায় ওই ইজিবাইক চালকে থামতে বলে। তারা চালক জাহাঙ্গীরকে জাপ্টে ধরে রাস্তার পাশে শুইয়ে গলায় ছুরি চালায়। এ সময় চালক জাহাঙ্গীর চিৎকার ও গোঙ্গাতে থাকে। শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে আসলে তিন জন ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মশিউর রহমান সাগরকে একজনকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে।
আহত ইজিবাইক চালক জাহাঙ্গীর দিঘলিয়া উপজেলার ফরমেশ খানা এলাকার জনৈক আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আটক মশিউর খালিশপুর থানা এলাকার আফজালের মোড় এলাকার জনৈক আফজালের বাড়ির ভাড়াটিয়া রুস্তুম আলীর ছেলে।

ঊআ-বিএস