UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার একটিসহ চার ইউপির নির্বাচন পেছালো

koushikkln
জুন ৯, ২০২১ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার একটিসহ দেশের চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈধ প্রার্থীর মৃত্যুতে এসব ইউপিতে ১৪ জুলাই ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ কারণে আগামী ২১ জুন ৩৬৭টি ইউপিতে ভোট হবে। ইউনিয়নগুলো হলো খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালি, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, কচুয়া উপজেলার কচুয়া ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। এেেত্র চেয়ারম্যান পদে সকল কার্যক্রম আবার নতুন করে শুরু হবে। তবে সাধারণ ও সংরতি সদস্য পদের যেসব প্রার্থী বৈধ হয়েছিলেন তারাই থাকবেন।