UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় করোনায় আক্রান্ত আরও ১১ জন

usharalodesk
এপ্রিল ৭, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় করোনা ভাইরাসে আরও ১১ জন আক্রান্ত হয়েছে। বুধবার(৭ এপ্রিল) খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ সাক্ষরিত গত ২৪ ঘন্টার করোনা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে খুলনায় মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে খুলনা সিটিতে ১০ জন, এছাড়া বিভিন্ন উপজেলার মধ্যে রূপসায় ১ রয়েছে। আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ ও ৬ জন মহিলা রয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫টি, কোভিড হাসপাতালে অবস্থান ২৫ জনের। আইসিইউ তে রয়েছে ৭ জন। এ পর্যন্ত খুলনায় করোনায় মোট ১২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা সিটিতে রয়েছে ৯৫ জন ও বিভিন্ন উপজেলায় রয়েছে ২৮ জন। এপর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৩শ ৬৫জন। এর মধ্যে খুলনা সিটিতে রয়েছে ৫ হাজার ৯শ ২ জন রয়েছে।

(ঊষার আলো-আরএম)