ঊষার আলো প্রতিবেদক : খুলনার ৪টি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের প্রাণহানি হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়।
সূত্র জানায়, খুলনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় ৬ জন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়। এই হাসপাতালে চিকিৎসাধীন ১৬৩ জনের মধ্যে রেড জোনে ৮৭ জন, ইয়ালো জোনে ৩৭ জন এবং আইসিইউতে ২০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মহানগরীর লবণচরা এলাকার রিজিয়া বেগম (৬২ নামে একমহিলার মৃত্যু হয়। চিকিৎসাধীন ৬২ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ৩৩ জন মহিলা। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে মহানগরীর দোলখোলার সাজ্জাদুল কবির (৫৭) ও দৌলতপুর পাবলা মধ্যপাড়ার খাদিজা বেগম (৫১) নামে দুইজনের মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসাধীন আছেন ৪৩ জন। বর্তমানে আইসিইউতে রয়েছে ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে খালিশপুরের পিয়ারা মজুমদার (৭১), একই এলাকার বকুল রানী দত্ত (৭২) এবং যশোর সদরের জেলেমুন্নেছা (৭০) নামে তিন জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
(ঊষার আলো-আরএম)