UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মাত্র ১০ মিনিটে করোনায় মৃত্যু ২

usharalodesk
মে ২৭, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : মাত্র ১০ মিনিটের ব্যবধানে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আবার এদিকে ভারত ফেরত ১১জন করোনায় আক্রান্ত হয়ে খুমেকের করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
করোনয় মৃতরা হলেন, বাগেরহাট সদরের চরগ্রামের মৃত জনাব আলীর ছেলে মারুফুর রহমান (৯৫) এবং কচুয়ার মৃত সৈয়দ আহমেদের ছেলে আকতার হোসেন (৬০)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৫টা ৫ মিনিটে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকতার হোসেন (৬০) মৃত্যুবরণ করেন। তিনি গত ১৯ মে করোনায় আক্রান্ত হয়ে খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে এর ঠিক ১০ মিনিট পর বিকেল ৫টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফুর রহমানের (৯৫) মৃত্যু হয়। তিনি আজ সকালেই করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
খুমেকের আরএমও ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। এরমধ্যে রেডজোনে ৫২ জন এবং ইয়োলো জোনে আছে ১৭জন। এছাড়া ভারতফেরত ১১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা কোয়ারেন্টিনে ছিলেন। গত ২৪ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন রোগী। এরমধ্যে ৪জন ভারত ফেরত। আইসিইউতে রয়েছেন ৮জন।

(ঊষার আলো-এমএনএস)