UsharAlo logo
শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় মাদকসহ ৪ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
জানুয়ারি ১৩, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা মেট্টোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫শ’ গ্রাম গাঁজা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, খুলনা থানার ৪নং ঘাট রেলওয়ে গার্ড কলোনীর হাবিবুর রহমান শেখের পুত্র ইমন ইসলাম শেখ(২৪), একই থানার রেলওয়ে ঘাট কলোনীর মোঃ দুলালের পুত্র মোঃ বেল্লাল হোসেন(২৯), খালিশপুর থানার বৈকালী বাজারের পিছনে ফকির বাড়ি লেনের মৃত: লতিফ হাওলাদারের পুত্র মো: আলামিন হাওলাদার(৫৩), এবং সোনাডাঙ্গা মডেল থানার বি, কে রায় রোডের মোঃ জাকিরের পুত্র মনিরুল ইসলাম বাবু ওরফে পুরি বাবু(৩৪)।

কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫শ’ গ্রাম গাঁজা এবং ২ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।