UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ওষুধ ফার্মেসীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঊষার আলো
আগস্ট ২, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগরীর টুটপাড়া মেসার্স চয়নিকা ফার্মেসী এবং বলুমিস্ট ওয়াটারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ আগস্ট) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন (মূল্য বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ/অনুমোদনহীনভাবে খাবার পানি বিশুদ্ধকরণ) করায় দুই প্রতিষ্ঠানকে ১৫ জরিমানা করা হয়। প্রচুর পরিমাণ মূল্যবিহীন ওষুধ (স্যাম্পল) ও মেয়াদুত্তীর্ণ ওষুধ রাখায় মেসার্স চয়নিকা ফার্মেসীকে দশ হাজার টাকা এবং অনুমোদনবিহীনভাবে খাবার পনি বিশুদ্ধকরণের ব্যবসা করায় বলুমিস্ট ওয়াটারকে পাঁচ হাজার টাকা জরিমানাকরা হয়। ব্যবসায়ী এবং ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

(ঊষার আলো-আরএম)