ঊষার আলো ডেস্ক: করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ৮ জন, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ৪ জন। রবিবার (১১ জুলাই) তিন হাসপাতালের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন। হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন ১৯৩ জন। এর মধ্যে রেডজোনে আছেন ১২১ জন, ইয়ালোজোনে ৩৬ জন ও আইসিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের করোনায় মৃতরা হলেন, খুলনার রূপসার সুফিয়া (৪৫), সোনাডাঙ্গার আসাদুল হক (৭৫), খালিশপুরের শাহারা বেগম (৬৫), আফিলগেটের নাজির আহমেদ (৭০), খুলনার রাজিয়া (৫০) ও যশোরের এম এ খলিল (৮০)। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন খুলনা মহানগরীর ডালমিল মোড়ের গোলাম কিবরিয়া (৬৮), রূপসার জীবন কৃষ্ণ পাল (৫৭), তেরখাদার বারাসাত এলাকার মফিজুল ইসলাম (৫৫) এবং যশোরের অভয়নগরের জেসমিন বেগম (৪৫)।এ ছাড়া হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন ৭১ জন। এর মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন খুলনার সোনাডাঙ্গা মেইন রোডের মো. ফকরুদ্দীন (৪৪) ও যশোরের কেশবপুরের হাসানপুর এলাকার মঞ্জুয়ারা বেগম (৫০)।বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন আরো ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।