UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

গাঁজা-ফেনসিডিলসহ ঘাট এলাকার মাদক বিক্রেতা আবু তালেব গ্রেফতার

koushikkln
জুন ২৪, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো প্রতিবেদক: নগরীর ৫নং ঘাট এলাকার কুখ্যাত মাদক বিক্রেতা মোঃ আবু তালেব মোল্লাকে (৬৩) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে গাঁজা, ফেনসিডিল ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতি বার (২৩) জুন সন্ধ্যা সোয়া ৭টার দিকে ৫নং ঘাট এলাকার গ্রীন ল্যান্ড আবাসনে আবু তালেব মোল্লার  নিজ বসত ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা, ৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আবু তালেব মৃত আবু তাহের মোল্লার পুত্র। তার বিরুদ্ধে মাদকসহ ৫টি মামলা রয়েছে। সে খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা ও ফেনসিডিল বিক্রি করে আসছে। এঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঊআ-বিএস