UsharAlo logo
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় চাচা-ভাতিজা আটক

ঊষার আলো
এপ্রিল ২৪, ২০২১ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাইবান্ধা সদরের প্রত্যন্ত গ্রামে ৫ম শ্রেণিতে পড়ুয়া ১ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আবদুল্লাহ নামের ১ যুবক ও তার চাচা সোহেলের বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সদরের ভাটপাড়া গোপালপুর গ্রামে বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতে ২৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের আব্দুল্লাহ মেয়েটিকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময়ে আবদুল্লাহর চাচা সোহেল মেয়েটির বাড়ির সমনে পাহারা দেন। পরে শিশুটির দাদা বিষয়টি টের পেয়ে বাড়ির ভেতরে ঢুকলে আব্দুল্লাহ ও তার চাচা সোহেল সেখান থেকে পালিয়ে যান।
বিষয়টি মিমাংসার কথা বলে স্থানীয়রা কালক্ষেপন করলে গভীর রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। খবর পেয়ে রাতেই হাসপাতালে শিশুটির খোঁজখবর নিয়েছেন সদর থানা পুলিশ।
গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেছেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ২ জনকেই আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ঊষার আলো- এম. এইচ)