UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, বিঘ্ন ঘটেনি ট্রেন চলাচলে

ঊষার আলো
জানুয়ারি ২৬, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে বিকল্প ইঞ্জিনটি টঙ্গী স্টেশনে থেকে পাঠিয়ে ঠিক করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। তবে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়।

ডাবল লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি, শুধুমাত্র ইঞ্জিন বিকল হওয়ায় এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে প্রায় ঘণ্টা খানেক থেমে ছিল।ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন টঙ্গী স্টেশন থেকে পাঠানো হলে বেলা পৌনে ১১টায় ইঞ্জিনসহ ট্রেনটি পুনরায় টঙ্গী স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ঊষার আলো-এসএ