UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ফের বাসে অগ্নিসংযোগ

ঊষার আলো
জানুয়ারি ১১, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজীপুরে সড়ক দুর্ঘটনার জেরে আবারো বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত লোকজন। বুধবার (১১ জানুয়ারি) মহানগরীর নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরগামী তাকওয়া পরিবহনের একটি মিনিবাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে উল্টে যায় এবং চালক আহত হন। এতে উত্তেজিত হয়ে স্থানীয় লোকজন মিনিবাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পুলিশ সেখান থেকে গাড়ি দু’টি জব্দ করে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে মহানগরীর ছয়দানার হারিকেন ফ্যাক্টরি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় নানী-নাতি ও গার্মেন্টসকর্মী গ্রীণ অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন। তাদের নিহত হওয়ার গুজবে ক্ষুদ্ধ লোকজন ও গার্মেন্টসকর্মীরা চারটি বাসে অগ্নিসংযোগ করে। এ সময় তারা প্রায় অর্ধশত গাড়ি ভাঙচুর ও দু’ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।