ঊষার আলো রিপোর্ট : গাজীপুরে ১ বিধবা নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নয়ন কুমার ঘোষ (৩০) নামের ১ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত নয়ন দিনাজপুরের বিরগঞ্জ থানার বাসিন্দা।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, স্থানীয় নাওজোর এলাকার বাসিন্দা ওই নারীর স্বামী ৩ সন্তান রেখে প্রায় ২ বছর আগে মারা গেছে। স্বামীর রেখে যাওয়া বাড়ির ভাড়া এবং ব্যবসার আয়ে তাদের সংসার চলে। ২৮ জানুয়ারি তার বাসার তৃতীয় তলার ভাড়াটিয়া নয়ন ভাড়ার টাকা দেয়ার কথা বলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে মেয়েদের পুড়িয়ে মারার হুমকি এবং ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।
ভুক্তভোগী নারী আরও বলেন, এক সময়ে নয়ন তার কাছে ২০ লাখ টাকা দাবি করে। বাধ্য হয়ে স্বামীর রেখে যাওয়া ট্রাক দুটি বিক্রি করে ২০ লাখ টাকা নয়নের হাতে তুলে দেন তিনি। কিছুদিন পর নয়ন ওই নারীর বাড়িটিও বিক্রি করে তাকে ৫০ লাখ টাকা দেওয়ার দাবি করে গত ৯ এপ্রিল মধ্যরাতে আবারও তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাসন থানায় একটি মামলা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ১১ এপ্রিল রোববার বিকেলে অভিযুক্ত নয়নকে আটক করা হয়েছে। ওইদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
(ঊষার আলো- এম.এইচ)