UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে মানবতাবিরোধী মামলার আসামি গ্রেফতার

ঊষার আলো
জুলাই ১৬, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সদস্যরা শনিবার তাকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে। র‌্যাব মিডিয়ার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কুতুব উদ্দিন এবং তার সহযোগীরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইতুলিয়া গ্রামে মুক্তিযোদ্ধাদের হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওই অভিযোগে ২০২০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। পরের বছর ২১ অক্টোবর কুতুব উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার  গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঊষার আলো-এসএ