UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে দুই বোনের বিষপান করে আত্মহত্যা

usharalodesk
মার্চ ৩, ২০২১ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গোপালগঞ্জে দুই চাচাতো বোন বিষপান করে আত্মহত্যা করেছে । মৃতদের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। আজ বুধবার (৩ মার্চ) ভোর চার টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তাদের মৃত্যু ঘটে।

আত্মহত্যাকারীরা হল, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালারচর গ্রামের মো. শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৮) এবং একই গ্রামের মো. দেলোয়ারের স্ত্রী প্রীতি বেগম (১৮)।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, বুধবার রাতের বেলা নিজেদের বাবার বাড়িতে দুই চাচাতো বোন বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনালের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪ টার দিকে দুই বোনই মারা যান। এনারা দুই বোন হলেও তারা বান্ধবীর মত চলাফেরা করতেন।

মিজানুর রহমান আরো জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। কিন্তু বিষপান করার কারণ এখনও জানা না গেলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

(ঊষার আলো-এফএসপি)