UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের বীর মু‌ক্তি‌যোদ্ধা জলিল হত্যার প্রধান আসামি ইকরাম গ্রেপ্তার

ঊষার আলো
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বীব মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ এর অভিযানিক দল।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা ও ঢাকা র‌্যাবের যৌথ অভিযানে তাকে কেরানীগঞ্জ উপজেলার ইকুরিয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কাশিয়ানী উপজেলার গেড়াখোলা এলাকার বাসিন্দা ইকরাম শেখ।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখের সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। গত ২৬ নভেম্বর পৌনে ৮টার দিকে পূর্ব বিরোধের জের ধরে আসামিরা কাশিয়ানী উপজেলার গোড়াখোলা এলাকায় জলিলকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর জলিল মারা যান। এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরো জানায়, বিষয়টি ব্যাপক আলোচনা আসলে পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করে এবং আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব জানতে পারে হত্যা মামলার মূল আসামি ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদের মাধ্যমে তারা মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে ইকরাম শেখকে গ্রেপ্তার করে। পরে তাকে গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।