UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভা স্থগিত

usharalodesk
জানুয়ারি ৪, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে আগামীকাল রোববার আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার আগমন উপলক্ষে গোয়ালন্দ উপজেলায় একই স্থানে বিএনপির দুই গ্রুপ জনসভা ডাকে। তবে উত্তেজনা দেখা দিলে স্থগিত করা হয় ওই সভা।

পাল্টাপাল্টি ডাকা এই জনসভাকে কেন্দ্র করে দলের সাধারণ নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে বিরাজ করা উদ্বেগ-উৎকন্ঠার আপাতত অবসান ঘটেছে।শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বিএনপির দুই অংশ পৃথক সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রেলস্টেশন এলাকায় গোয়ালন্দ পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. আবুল কাশেম মন্ডল। বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহবায়ক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ।

অপরদিকে বিএনপির অপর অংশ রাত সাড়ে ৮টার দিকে রেলস্টেশন এলাকায় তাদের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানায়। এখানে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহিন মিয়া।

ঊষার আলো-এসএ