ক্রীড়া ডেস্ক : ২০০২ সালের অক্টোবরে স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরের বছর তিনি পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখান থেকে রিয়াল মাদ্রিদ। এরপর জুভেন্টাস, ম্যানইউ ঘুরে রোনাল্ডো এখন সৌদি ক্লাব আল নাসরে।
গত দুই যুগে বহুবার ক্লাব ও দেশ বদলালেও কমেনি পর্তুগিজ ফরোয়ার্ডের গোলক্ষুধা। গত বছর ৩৯ বছর বয়সেও রোনাল্ডো করেছেন ৪৩ গোল। নতুন বছরও তিনি শুরু করলেন গোল ও রেকর্ড দিয়ে।
গত পরশু রাতে সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে আল নাসর। সাদিও মানের জোড়া গোলের মাঝে ৪২ মিনিটে পেনালটি থেকে ইতিহাস গড়া গোলটি করেন রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসাবে টানা ২৪ বছর গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ কিংবদন্তি।
ক্যারিয়ারের ৯১৭তম গোলে হাজার গোলের মাইলফলকের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া রোনাল্ডো ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বছর শুরু করার সেরা উপায়।’
ঊষার আলো-এসএ