UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীর পালরদী নদীতে শিশুর নিথর দেহ

usharalodesk
মার্চ ৯, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গৌরনদীর পালরদী নদীতে ভেসে আসে অজ্ঞাত পরিচয়ে ১ শিশুর নিথর দেহ। আজ ৯ মার্চ মঙ্গলবার সকাল ১০টার দিকে সরদার বাড়ির ঘাটলা নামক স্থানে শিশুর মৃতদেহ ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ শিশুর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
গৌরনদী মডেল থানার উপ পরির্দশক মো. হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, শিশুটি সদ্যভূমিষ্ঠ বলে মনে হচ্ছে। এ বিষয়ে সিআইডির একটি টিমকে খবর দেয়া হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্তে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।

 

 

(ঊষার আলো-এম.এইচ)