UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘গুলাবে’র প্রভাবে সাগর উত্তাল

ঊষার আলো
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাবে’র প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে উত্তাল। কিছুটা বৃদ্ধি পেয়েছে বাতাসের চাপ। এমনকি নদী ও সাগরের পানির উচ্চতাও বেড়েছে।

জানা গেছে, ঘূর্ণিঝড় ‘গুলাব’ পায়রা বন্দর থেকে আজ (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় ৫৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে উপকূলীয় এলাকায়। পায়রা বন্দরে দুরবর্তীয় ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাছধরা সব নৌকা এবং ট্রলারসমূহকে গভীর সাগরে যেতে না করা হয়েছে। অধিকাংশ ইলিশ ধরা ট্রলার এখনও তীরে ফিরতে পারেনি, জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, এই ঘূর্ণিঝড় গুলাব পশ্চিম-উত্তর পশ্চিম ভারতের উড়িষা উপকুলে অগ্রসর হতে পারে। যার প্রভাবে আমাদের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

(ঊষার আলো-আরএম)