UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে সোনার বার জব্দ

ঊষার আলো
মার্চ ২৩, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে ২৩ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে প্রায় দুই দশমিক ৭ কেজি ওজনের সোনার বারগুলো জব্দ করা হয়। আরও সোনা থাকতে পারে সন্দেহে অভিযুক্ত যাত্রীর পায়ুপথে স্ক্যানিং করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

জিয়াউদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকায়। তার বাবার নাম আবুল বাশার।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম-পরিচালক মো. সাইফুর রহমান বলেন, বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীকে তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। আরও সোনার বার থাকতে পারে এমন সন্দেহে ওই যাত্রীর রেক্টামে স্ক্যান করা হচ্ছে। অভিযান শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঊষার আলো-এসএ