UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

usharalodesk
নভেম্বর ১৩, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  চট্টগ্রাম নগরের ষোলশহরের দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টার পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক। তিনি গণমাধ্যমকে বলেন, ‌রাত সোয়া ১০টার দিকে কর্ণফুলী মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। রাত সোয়া ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষতি তদন্তের পর বলা যাবে। তবে কয়েকটি দোকান পুড়ে গেছে।

ঊষার আলো-এসএ