UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

ঊষার আলো
এপ্রিল ৩, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চট্টগ্রামের এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় পরিবারের সদস্যদের সাথে ঝগড়ার জেরে রোজিনা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। রোজিনা সেই এলাকার মো. হানিফের মেয়ে। আজ শনিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই কিশোরীর সাথে এক যুবকের প্রেম ছিল। কিন্তু বিষয়টি তার পরিবারে জানাজানি হয়ে গেলে এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া ও মতবিরোধ দেখা দেয়। শনিবার সকালেও বিষয়টি নিয়ে ঝগড়া হলে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। পরে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। ওখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে মা-বাবার সাথে রোজিনার ঝগড়া হয়। একপর্যায়ে পরিবারের অজান্তে টিনশেড বাসায় বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানতে পারি।

(ঊষার আলো-এফএসপি)