UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন

usharalodesk
মে ১৮, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পাশে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হালিম বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়েনি। ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

ঊষার আলো-এসএ