UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে জুস কারখানার আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

usharalodesk
অক্টোবর ৩০, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় সজীব জুস ফ্যাক্টরি নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (৩০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজীব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একাধিক ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করে। সকাল ৭টা ৫৫ মিনিটের সময় আগুন নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টিও তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

ঊষার আলো-এসএ