UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত ২৬০

usharalodesk
জানুয়ারি ১৩, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ২৬ শতাংশ।

বৃহস্পতিবার  (১৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার  (১২ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২২২জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২৬ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩৪ জনের মধ্যে লোহাগাড়ায় ৩, আনোয়ারায় ৪, চন্দনাইশে ৩, পটিয়া ১, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ৬, হাটহাজারীতে ৮, সীতাকুণ্ডে ৩, সন্দ্বীপে ২ ও মিরসরাই উপজেলার ২ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৮৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৫ হাজার ৩৫১ জন। বাকি ২৮ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।