UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত

ঊষার আলো
মে ২১, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে শিল্প পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় ১৩ জন আহত হয়েছেন। আহতরা শিল্প পুলিশের সদস্য। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ( ২১) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।তিনি বলেন, শিল্প পুলিশের একটি পিকআপে করে পুলিশ সদস্যরা কাট্টলী থেকে পুলিশ সুপারের কার্যালয় খুলশীতে যাচ্ছিলেন।

পথে সাগরিকা মোড় এলাকায় ১১ নম্বর রোডে চলাচলকারী একটি বাস পুলিশের পিকআপটিকে ধাক্কা দেয়। এতে শিল্প পুলিশের ১৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা করা হচ্ছে। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেননি তিনি।

ঊষার আলো-এসএ