UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ল বসতঘর

usharalodesk
এপ্রিল ৭, ২০২১ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের রাউজান পৌরসভার গহিরা ৩ নম্বর ওয়ার্ডে গভীর রাতে আগুন লেগে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থালে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রæত নিয়ন্ত্রণের ফলে পার্শ্ববর্তী অনেক ঘর রক্ষা পেয়েছে আগুন লাগা থেকে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু জানান, ‘মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গহিরা বিশ্বাসপাড়া রতন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে গুদাম ও টিনের সংযুক্ত ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।’
এই ঘটনায় অন্তত ৬-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।

(ঊষার আলো- এম.এইচ)