UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভাইরালকাণ্ড: গ্রেফতার ৩, বন্ধ ক্লাস

koushikkln
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতরে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৬০ ছাত্রীর গোসলের দৃশ্য ভাইরালের ঘটনা তদন্তে নেমে আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ভিডিয়ো তৈরি ও সেটি নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হলো। এই ঘটনায় এক জন ছাত্রী, ওই ছাত্রীর ২৩ বছর বয়সি প্রেমিক ও ৩১ বছর বয়সি অন্য এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) আনন্দবাজার জানায়, ভিডিওকাণ্ডে জড়িত থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের দুই ওয়ার্ডেনকেও বরখাস্ত করা হয়েছে। সব হোস্টেলের ওয়ার্ডেনদের বদলি করা হচ্ছে ও হোস্টেলের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে বলেও জানা গেছে।

পাশাপাশি, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সকল ক্লাস বন্ধ ঘোষণা করেছে। সব অভিযুক্তের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের লাগাতার প্রতিবাদের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে রোববার রাত দেড়টা পর্যন্ত কর্তৃপক্ষ সব দাবি মেনে নেওয়ায় শিক্ষার্থীরা আপাতত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, প্রায় ৬০ জন ছাত্রীর গোছলের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্রী। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়ে যায়। লজ্জা-অপমানে ৮ জন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন হোস্টেলেই।
শনিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের মোহালীর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে।

(ঊষার আলো-এফএসপি)