UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে নিহত স্কুলছাত্র

pial
জুন ১৪, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় পড়ে গিয়ে রোহান আহমেদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে খুলনাগামী ’নকশীকাথাঁ এক্সপ্রেস’ চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় পৌঁছালে সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় রোহান। মৃত রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মোহাম্মদ রায়হানের ছেলে ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা বলেন, সোমবার বিকালে ফার্মপাড়া এলাকার সিগন্যালের ধাক্কায় একটি ছেলে পড়ে যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর কিশোরের পরিচয় পাওয়া যায়।

চুয়াডাঙ্গা সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান জানান, চলন্ত ট্রেনে রেলের ট্রাফিক সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় ছেলেটি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেয় এবং রাতে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

(ঊষার আলো-এসএইস)