UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ

koushikkln
সেপ্টেম্বর ৯, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই।
বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের পক্ষে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম বিবিসি।

মৃত্যুকালে দীর্ঘতম সময় ধরে রানির দায়িত্ব পালন করা এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। এর আগে বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে রানির অসুস্থতার খবর জানানো হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয় তাকে। রানির পাশে ছুটে আসেন তার সন্তান ও রাজপরিবারের অন্য সদস্যরা। রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদের বাইরে জড়ো হন তার শুভাকাঙ্ক্ষীরা। পুলিশ প্রাসাদগামী রাস্তায় নিরাপত্তা জোরদার করেছে।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, বিশ্বের প্রাচীনতম রানি এলিজাবেথ গত বছর থেকে ‘এপিসোডিক মোবিলিটি প্রবলেম’-এ ভুগছিলেন।

এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এই প্রাসাদেই এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি। বৃহস্পতিবার চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। এরপর পুত্র প্রিন্স চার্লসসহ রাজপরিবারের সদস্যরা রানির পাশে থাকার জন্য স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে যান।