UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে জাটকা, জাল ও নৌকাসহ ৯ জেলে আটক

usharalodesk
মার্চ ৮, ২০২১ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : অভয়াশ্রমে জাটকা নিধনের সময় চাঁদপুরে নৌপুলিশের অভিযানে ৯ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৫০ হাজার মিটার জাল এবং ৬০ কেজি জাটকা এবং ২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
আজ ৮ মার্চ সোমবার ভোরে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকাতে এই অভিযান চালানো হয়।
নৌপুলিশ, হরিণাঘাট ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম বলেন, নদীতে টহল দেওয়ার সময় বেশ কয়েকটি জেলে নৌকা নৌ পুলিশের নজরে আছে। এসময় ধাওয়া দিয়ে ইঞ্জিনচালিত ২ টি মাছ ধরার নৌকা ধরা হয়েছে। পরে ওই নৌকা ২ টি থেকে ৬০ কেজি জাটকা এবং ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৯ জেলেকে আটক করা হয়েছে।
আটক জেলেরা হলেন আরিফ ঢালী (২০), জাকির গাজী (২৭), আনসার খান (৩৫), শেখ সাদ্দাম হোসেন (২০), হানিফ গাজী (৪০), কাদির শেখ (২৮), মো. হালিম (১৯), জসিম শেখ (২৮) এবং আনোয়ার শেখ (২০)।
নৌপুলিশের এই কর্মকতা আরো বলেন, অভিযানের সময় নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মো. হালিম নামের ১ জেলে। এতে নৌকার ইঞ্জিনের পাখায় আহত হন তিনি।
নৌপুলিশ, চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাটকা নিধন করেছে।

 

 

(ঊষার আলো-এম.এইচ)