UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুরি করতে গিয়ে বেশি টাকা দেখে আনন্দে হার্ট অ্যাটাক

usharalodesk
এপ্রিল ১২, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুরি করতে গিয়ে বেশি টাকা দেখে অতি আনন্দে হার্ট অ্যাটাক করেছেন এক চোর। ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে এ ঘটনাটি ঘটে।

গত ফেব্রুয়ারিতে কোতয়ালি দেহাতে এলাকায় এক চুরির ঘটনায় সম্প্রতি ২ চোরকে গ্রেফতার করা হয়। তারপরই এ তথ্যটি প্রকাশ্যে আসে।

বিজনৌরের এস পি ধরমবীর সিং বলেন, এই ২ চোর গত ফেব্রুয়ারিতে নবাব হায়দার নামে একজনের পাবলিক সার্ভিস সেন্টারে চুরি করে। পরবর্তীতে নবাব ৭ লাখ রুপি চুরির মামলা দায়ের করেন এবং এটি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

গত ৩১ মার্চ পুলিশ দাবি করে তারা এ মামলার সুরাহা করতে পেরেছেন। এ ঘটনায় নওশাদ এবং এজাজ নামে দু’জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এই দু’জন চুরির কথাও স্বীকার করেন। এ দু’জনের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি চুরির অভিযোগ রয়েছে।

এর পরপরই আসল ঘটনা সামনে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, শুরুতে তারা ভেবেছিল সেখানে হয়তো কয়েক হাজার রুপি পাবেন। তবে এত পরিমাণ টাকা দেখে খুশিতে তারা আত্মহারা হয়ে পরেন ও টাকা ভাগাভাগি করেন। তবে এরপরই হার্ট অ্যাটাক হয় এজাজের। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে এবং বেশিরভাগ টাকা সেখানেই খরচ হয়ে যায়।

(ঊষার আলো-এফএসপি)