UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চুরির অভিযোগে ফকিরহাটে নারীকে পিঠ বেঁধে নির্যাতন

ঊষার আলো
মে ২, ২০২১ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে একটি শাড়ী চুরি করার অভিযোগ এনে এক মহিলাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে।
রবিবার (২ মে) দুপুরে ফকিরহাট বাজারের লিঠন মার্কেটে একটি কাপড়ের দোকানে ওই মহিলাকে চুরির অভিযোগ এনে পিটমোড়াদিয়ে বেধে রাখা হয়। মহিলা বারবার পা ধরে বলছিল আমি চুরি করিনি আমি কাপড় কিনতে এসেছি। দোকানের মালিক শেখ শহিদ জানায় মহিলা চুরি করতে এসেছিল তাই তাকে বেঁধে রাখা হয়েছে।
খবর পেয়ে পুলিশ মহিলাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

(ঊষার আলো-এমএনএস)