UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুল পড়া রোধে সাহায্য করে লবঙ্গ

usharalodesk
আগস্ট ৩, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লবঙ্গ সকলের অতি পরিচিত একটি মসলার নাম। লবঙ্গতে ২০-২৫ শতাংশ ক্লোভ তেল ও ১০-১৫ শতাংশ টাইটার পেনিক এসিড থাকে ফলে এটা খেতে ঝাঁজালো। এর আরেক নাম হল লং।

চলুন জেনে নেওয়া যাক লবঙ্গের বিশেষ কিছু গুণাগুন সম্পর্কে-

দাঁত ব্যথা করলে কয়েকটি লবঙ্গ থেঁতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন, দাঁত ব্যথার উপশম হবে।

বমি বমি ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সাথে মধু মিশিয়ে খেয়ে নিলে আরাম পাবেন।

সাধারণ ঠাণ্ডা লাগা বা অ্যাজমা ও সাইনাসের সমস্যায় দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে।

মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ একেবারে তুলনাহীন। কয়েকটি মুখে দিয়ে চিবালেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা।

ব্রণ দূর করতে লবঙ্গ কার্যকরী। তাজা লবঙ্গের গুঁড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে ব্রণের ওপরে দিয়ে রাখুন। দেখবেন ব্রণ দূর হবে।

লবঙ্গের তেল আপনার নিয়মিত ব্যবহারের তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমবে ও চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে।

গর্ভবতী মায়েরা তাদের সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন। শুধু লবঙ্গ মুখে ভালো না লাগলে সামান্য গুড় মিশিয়ে নিতে পারবেন।

(ঊষার আলো-এফএসপি)