ঊষার আলো ডেস্ক : মেথি প্রাকৃতিকভাবে চুলকে কন্ডিশন করে ও চুলে ময়েশ্চারাইজিং-এর কাজ করে। এটি চুলকে নরম ও ম্যানেজেবল করে চুলকে সিল্কি এবং চকচকে করে তুলতেও সাহায্য করে থাকে। এভাবেই মেথি চুলকে সমস্যামুক্ত রাখতে যুগের পর যুগ রেখে চলেছে স্বতঃস্ফূর্ত এক ভূমিকা। চুল সুন্দর, মসৃণ ও নমনীয় করতেও সমান কার্যকরী এটি।
মেথি দিয়ে বানানো মাস্ক চুলে ব্যবহার করলে লিসিথিম তৈরী হয় যা চুলকে মজবুত ও ঘন করে।
১ টেবিল চামচ মেথির গুঁড়ো পানিতে মিশিয়ে পেস্ট তৈরী করুন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পেস্টটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিয়ে পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার ব্যবহার করলে চুল হয়ে উঠবে ঘন ও উজ্জ্বল।
এছাড়া যারা সারা বছর খুশকির সমস্যায় ভোগেন, তারা ভালো কোনও নারকেল তেলের সাথে মেথি দানা আর একটি আমলকী কুচিয়ে দিয়ে টানা ১০ মিনিট গরম করুন। তারপর ঠান্ডা করে ভরে রাখুন বোতলে। এই তেল সপ্তাহে অন্তত দুই দিন মাথায় লাগান। সারারাত রেখে পরে শ্যাম্পু করে নিন। মাথার তালুতে ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাসের বাসা হলে এই তেল খুব ভালো নিরাময় হতে পারে।
(ঊষার আলো-এফএসপি)