ঊষার আলো ডেক্স : টাঙ্গাইলের সখীপুরে ইব্রাহীম খলিল নামের এক প্রধান শিক্ষককে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি বলেও পুলিশ জানিয়েছেন।
রবিবার (২৯ মে) দুপুরে পৌর এলাকার গান্দিনা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালে প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের নামে ৪ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে একটি মামলা হয় আদালতে। ওই মামলায় ইব্রাহিম খলিলকে ৩ মাসের সাজা দিয়েছে আদালত। একই সাথে ৩০ দিনের মধ্যে ৪ লাখ ৪০ হাজার টাকা পরিশোধের নির্দেশও দেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তার সম্পত্তি থেকে ওই টাকা পরিশোধ করা হবে বলে আদালতের নির্দেশ রয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, চেক জালিয়াতি মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম খলিলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
(ঊষার আলো-এসএইস)