UsharAlo logo
শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চোর আতংক কাটছে না বাগেরহাটের সাধারণ মানুষের

koushikkln
অক্টোবর ২, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় সাধারণ মানুষের মধ্যে চোর আতংক বিরাজ করছে। প্রতিনিয়ত চুরির ধারাবাহিকতায় বাগেরহাটের শরনখোলা উপজেলায় এক রাতে দুই বাড়ীতে সিঁদেল চুরি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে মালিয়া গ্রামের হাসান হাওলাদার ও পাশ্ববর্ত্তি দক্ষিণ রাজাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ মিস্ত্রির বাড়ীতে চোরেরা সিঁদ কাটে। চোরে গৌরাঙ্গ মিস্ত্রির ঘুমন্ত স্ত্রী অনামিকা রানী মিস্ত্রির গলার স্বর্ণের চেইন এবং হাসান হাওলাদারের ভাগ্নী লিমা বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এ সময় তারা ঘুম থেকে জেগে উঠে ডাক চিৎ্কার দিলে চোর পালিয়ে যায়। শিক্ষক গৌরাঙ্গ মিস্ত্রি বলেন, মালিয়া রাজাপুর গ্রামের মানুষের মাঝে দীর্ঘদিন ধরে চোর আতংক বিরাজ করছে। মানুষ রাতে ঠিক মতো ঘুমাতে পারেনা।

গত ৭ সেপ্টে¤॥^র রাতে মালিয়া গ্রামের মোঃ আবজাল হাওলাদার, মোঃ ওহাব হাওলাদার, মোঃ মতিয়ার রহমান ও মোঃ হারেজ খানের বাড়িতে সিঁদ কেটে চুরি হয়। চোরেরা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন মাল চুরি করে নিয়ে যায় বলে গৌরাঙ্গ মিস্ত্রি জানিয়েছেন।

শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, চুরিবন্ধসহ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে বাগেরহাট পৌরশহরের হরিসভা মন্দির কমিটির সভাপতি লিটন সরকারের বাসায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ চুরি সংঘঠিত হয়েছে। শারদীয় দূগা উৎসবের জন্য আইন-শৃংখলা বাহীনির জোর তৎপরতার মধ্যেও এ চুরির ঘটনায় গোটা বাগেরহাট জেলা ব্যাপী চোর আতংক বিরাজ করছে বলে জনশ্রুতি উঠেছে।

(ঊষার আলো-এফএসপি)