UsharAlo logo
বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তানের খোলাখুলি প্রশ্ন ভারতের কাছে

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির টুর্নামেন্ট খেলতে এখনো সবুজ সংকেত দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিকে এখনো কোনো স্পষ্ট উত্তর না দেওয়ায় ভারতের কাছে একটি বার্তা দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের বরাতে জানা গেছে, ভারতের কাছে চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে একটি স্পষ্ট বার্তায় দেশটির অংশগ্রহণ নিয়ে হ্যাঁ অথবা না- যেকোনো একটা উত্তর লিখিত আকারে দিতে বলা হয়েছে।

এদিকে ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদন থেকে ভারতের প্রতি পাকিস্তানের এই কঠোরতার ব্যাপারে জানা গেছে। এমনকি বিসিসিআইকে ভারতীয় সরকারের থেকে লিখিত অনুমতি চাওয়ার জন্য পিসিবি চাপ দিয়েছে বলেও শোনা গেছে।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আইসিসি। যদিও শোনা যাচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারি বা মার্চে এই টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে।

যদি ভারত পাকিস্তানে গিয়ে খেলতে না চায় তাহলে দুবাই বা শ্রীলঙ্কায় ভারতের খেলার জন্য ভেন্যু নির্ধারণ করা হতে পারে।