UsharAlo logo
সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে বার্সেলোনার মুখোমুখি বায়ার্ন মিউনিখ

usharalodesk
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্লাব ফুটবলে ইউরোপের সবচেয়ে বড় আসর হল চ্যাম্পিয়ন্স লিগ। আর আজ রাতে শুরু হচ্ছে সেই আসর। প্রথম দিনেই বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে। দুদলের শেষবারের লড়াইয়ে বার্সাকে ৮-২ গোলে বড় ব্যবধানে বিধ্বস্ত করেছিল বায়ার্ন। সেই ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি খেললেও এবার কিন্তু তিনি নেই। বার্সার মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় সময় শুরু হবে ম্যাচটি।

দলের সেরা তারকা মেসিকে হারিয়ে শক্তি অনেকটাই কমে গিয়েছে বার্সার। কিন্তু এমনটি মনে করছেন না বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নিগেলসমান। তিনি বলেন, ‘মেসির মতো অসাধারণ আর কাউকে পায়নি বার্সা। কিন্তু তাদের অন্য খেলোয়াড় রয়েছে যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা সবকিছুর জন্যই প্রস্তুত। আমি মনে করি, বার্সা এখনো খুব ভালো দল।’

বার্সা কোচ রোনাল্ড কোম্যানও দিয়ে রেখেছেন প্রচ্ছন্ন হুমকি, ‘বছর খানেকের বেশি হয়ে গেছে আর অনেকেই সেই ম্যাচে ভুগেছে। আমাদের এখন ভালো একটা দল রয়েছে, যারা বায়ার্নকে ভোগাতে পারে। নিজেদের চেনা খেলাটা খেলেই প্রতিপক্ষকে কঠিন এক সময় দিতে পারি আমরা।’

(ঊষার আলো-এফএসপি)